স্বপ্নভূমি ডেস্ক : সব ধরনের বন্যপ্রাণী সংরক্ষণ আইন উপেক্ষা করে ঝিনাইদহের শৈলকুপায় নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে একটি মেছো বাঘকে। বৃহস্পতিবার দুপুরে শৈলকুপা পৌরসভার সাতগাছি গ্রামের মাঠে ধান কাটার সময় মেশিনের সামনে পড়ে আহত হলে গ্রামবাসী বাঘটিকে ঘিরে ফেলে এবং নির্মমভাবে হত্যা করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধান কাটার মেশিনের আঘাতে আহত হয়ে বাঘটি দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকে। এসময় আতঙ্কিত স্থানীয়রা লাঠিসোঁটা নিয়ে বাঘটিকে ঘিরে ধরে এবং উপর্যুপরি আঘাত করে। বন্যপ্রাণীটি আত্মরক্ষার চেষ্টা করলেও শেষপর্যন্ত মারা যায়। ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে।
বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বলছেন, মেছো বাঘ একটি সংরক্ষিত প্রাণী। এটি হত্যা করা বন্যপ্রাণী সংরক্ষণ আইন, ২০১২ অনুযায়ী গুরুতর শাস্তিযোগ্য অপরাধ।
এই ঘটনার মাধ্যমে আবারও স্পষ্ট হলো—বন্যপ্রাণী রক্ষায় সমাজের একটি বড় অংশের অবহেলা ও অজ্ঞতা। আহত প্রাণীকে চিকিৎসার ব্যবস্থা না করে বর্বরভাবে হত্যা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পরিবেশ ও বন বিভাগ থেকে বারবার সচেতনতা সৃষ্টি ও বন্যপ্রাণী দেখলে দ্রুত কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হলেও এমন ঘটনাগুলো থেকে বোঝা যায়, এখনো অনেকেই এসব নির্দেশনা অনুসরণ করছেন না।
পরিবেশপ্রেমীরা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।